স্টাফ রিপোর্টার:
“শেখ হাসিনার সহায়তায়, তথ্য আপা পথ দেখায়” পতিপাদ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের জাতীয় মহিলা সংস্থা তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যাায়) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মে) প্রকল্পের জগন্নাথপুর উপজেলা তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া মাঝপাড়া গ্রামে ৫০জন মহিলাদের অংশ গ্রহনে আয়োজিত উঠান বৈঠকে জগন্নাথপুর উপজেলা তথ্য সেবা কেন্দ্রের কর্মকর্তা লুফিয়া জান্নাতের উপস্থাপনায় নারীর ক্ষমতায়নে অর্থনৈতিক কর্মকান্ডের ভূমিকা শীর্ষক বাল্য বিবাহ, যৌতুক, নারী স্বাবলম্বিতা সহ বিভিন্ন সেবা মূলক কার্যক্রমের তথ্য উপস্থাপন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট এর জগন্নাথপুর প্রতিনিধি মো: আব্দুল হাই। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য আপা প্রকল্পের জগন্নাথপুর উপজেলার তথ্য সেবা কেন্দ্রের সহকারি বাশিরা আক্তার, মুক্তা রানী দাশ, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল গফুর, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সদস্যা রাফিয়া আক্তার, সদস্য বাবুল মাহমুদ, সচিব বিপ্লব রায়, তথ্য সেবা কেন্দ্রের সহায়ক আব্দুল কাফি, যুবলীগ নেতা রফিকুল ইসলাম তাজ, সমাজকর্মী সোনা মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল মনাফ প্রমূখ। পরে উঠান বৈঠকে তালিকাভুক্ত ৫০জন মহিলাকে সম্মানী ভাতার জনপ্রতি ১শ টাকা ও ইফতার সামগ্রীর প্যাকেট বিতরন করা হয়। তথ্য আপা প্রকল্পের জগন্নাথপুর উপজেলা তথ্য সেবা কেন্দ্রের কর্মকর্তা লুফিয়া জান্নাত জানান, তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যাায়) উঠান বৈঠক জগন্নাথপুর উপজেলায় এই প্রথম চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া মাঝপাড়া গ্রামে অনুষ্টিত হয়েছে। এটি সরকারের একটি গুরুত্বপূর্ন সেবামূলক প্রকল্প। পর্যায়ক্রমে উপজেলার সব কটি ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্টিত হবে।