সর্বশেষ সংবাদ:
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যােগে জগন্নাথপুরে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জগন্নাথপুরে হাওর রক্ষা বাঁধের ২৮নং পিআইসির কাজ শুরু জগন্নাথপুরে হাওর রক্ষা বাঁধের কাজের উদ্বোধন ধনিয়া টাইগারস ইকড়ছই ক্রিকেট ক্লাবের টিম ডাইরেক্টর ইমরান উদ্দিনকে সংবর্ধনা জগন্নাথপুরের কৃতি সন্তান ব্যাডমিন্টন খেলোয়াড় ইশমাম’কে সংবর্ধনা হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট’র ১৮তম বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ জগন্নাথপুরে রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের ২০২৪-২০২৫ মৌসুমের জার্সি উন্মোচন করা হয়েছে জগন্নাথপুরে স্টুডেন্ট কেয়ারের শীতবস্ত্র বিতরণ স্পেন বিএনপি নেতা এম এ আজিম উদ্দিনকে জগন্নাথপুর বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুরের মামলায় আওয়ামীলীগের ৩ নেতার জামিন না মঞ্জুর 

লন্ডনে টাওয়ার হ্যামলেটস এর ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন জগন্নাথপুরের আহবাব হোসেন

মুহাম্মদ শাহেদ রাহমান :
যুক্তরাজ্যের বাঙালি অধ্যুষিত বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে বাংলাদেশী বংশোদ্ভূত কাউন্সিলর আহবাব হোসেন ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। বুধবার (১৫ মে) টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এজি এমে তিনি ডেপুটি স্পীকার হিসেবে নির্বাচিত হন। স্পিকার নির্বাচিত হয়েছেন কাউন্সিলর ভিক্টোরিয়া ওবাজি। কাউন্সিলর ভিক্টোরিয়া ওবাজি প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার নির্বাচিত হলেন। পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনের বাসিন্দা কাউন্সিলর আহবাব হোসেন ২০১৮ সালের ৩ মে অনুষ্ঠিত স্থানীয় কাউন্সিল নির্বাচনে লেবার পার্টি থেকে কাউন্সিল নির্বাচনে অংশ গ্রহণ করেন। তিনি তার স্থানীয় বেথনাল গ্রিন ওয়ার্ড থেকে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন।
উল্লেখ্য, আহবাব হোসেন ১৯৬৩ সালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার প্রভাকরপুর গ্রামের বাসিন্দা মদরিছ আলী ও শিরীয়া খাতুনের বড় ছেলে। আহবাব হোসেন সিলেট এইডেড স্কুল থেকে এসএসসি পাস করে মদন মোহন বিশ্ব বিদ্যালয় কলেজ থেকে উচ্চ শিক্ষা গ্রহন করেন। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতি সচেতন। কলেজে অধ্যায়নরত অবস্থায় তিনি সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৬ সালে আহবাব হোসেন বৃটেনে পাড়ি জমান। তিনি শুরু থেকেই বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনেই বসবাস করতে থাকেন। বৃটেনে আসার পর থেকেই তিনি সামাজিক কর্মকান্ডে জড়িয়ে পড়েন। পূর্ব লন্ডনে অনুষ্ঠিত সামাজিক, রাজনৈতিক এবং কমিউনিটির সব ধরণের কাজ কর্মে আহবাব হোসেন ছিলেন অগ্রগামী। কমিউনিটির লোকজনের প্রয়োজনে আহবাব একজন নিবেদিত প্রাণ। বেথনাল গ্রিনে নব-নির্মিত বায়তুল আমান মসজিদ প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পরে আহবাব হোসেন বৃটেনের মেইন স্ট্রিম দল লেবার পার্টিতে যোগদান করেন। ২০১৮ সালে তিনি প্রথম বারের মত কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হন। ১ ছেলে ও ২ মেয়ের জনক আহবাব হোসেনের সফলতার পেছনে প্রেরনা যোগিয়েছেন স্ত্রী রহিমা বেগম। বড় ছেলে কুইনস মেরি ইউনিভার্সিটিতে গণিত বিষয়ে অধ্যায়নরত রয়েছে এবং মেয়েরা সেকেন্ডারি স্কুলে অধ্যয়নরত। আহবাব হোসেন ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় টাওয়ার হ্যামলেটস এলাকাসহ বৃটেন ও বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যৎ কর্মময় জীবনের সফলতার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Spread the love

এ জাতীয় আরো খবর


পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

Like us on Facebook