স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে দু-পক্ষের সংঘর্ষে নারী সহ ৫জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপতালে ভর্তি করা হয়েছে।
জানাযায়, বৃহস্পতিবার (১৬ মে) উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের আব্দুল কাদির ও আবুল কালামের মধ্যে বাড়ির রাস্তা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী সহ উভয় পক্ষের ৫জন আহত হয়েছেন। সংঘর্ষে আহত আব্দুল কাদির (৬০), সারেক উদ্দিন (৪০) ও জিয়ারা বেগম ( ৩৫) কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হলে জিয়ারা বেগমের অবস্থা আশংকা জনক হওয়ায় ঐ দিন রাতেই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।