স্টাফ রিপোর্টার:-
পবিত্র মাহে রমজানে দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে রাখতে এবং নির্দিষ্ট মূল্যের চেয়ে অধিক মূল্যে বাজারের বিভিন্ন দোকানে মালামাল বিক্রি না হয় সে লক্ষ্যে পুলিশ প্রশাসন বাজার মনিটরিং করেছেন। রবিবার (১৯ মে) বেলা ২টায় জগন্নাথপুর অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে জগন্নাথপুর বাজারের মুদির দোকান, মাছ বাজার, কাঁচামাল বাজার সহ বিভিন্ন দোকানে মূল্য যাচাই করা হয়। কাঁচামাল বাজারে রাস্তার উপর কোন ব্যবসায়ী মালামাল না রাখেন এবং রমজান মাসের অজুহাতে ক্রেতাদের কাছ থেকে কোন ব্যবসায়ী যাতে অতিরিক্ত মূল্য আদায় না করে তার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেন। এসময় অন্যান্যের মধ্যে জগন্নাথপুর থানার ওসি তদন্ত নব-গোপাল দাশ, থানার এস আই কবির উদ্দিন, এস আই আফছার আহমদ সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ।