স্টাফ রিপোর্টার:-
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড জগন্নাথপুর শাখার উদ্যোগে সিয়াম তাকওয়া সাদাকাহ ও ওয়াক্ফ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) ব্যাংক শাখায় আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিলেট জোনাল অফিসের ভাইস প্রেসিডেন্ট মো: আলিমুর রাহমানের সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা আব্দুল মান্নানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ শহীদ উল্লাহ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান। প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইকড়ছই জামেয়া ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, সমবায় অফিসার দেলোয়ার হোসেন, হবিবপুর আলিয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা মুফতী গিয়াস উদ্দিন প্রমূখ। পরে ইফতার পূর্ব বিশেষ মোনাজাত করেন অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন।