স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর পৌর শহরের আছিমনগর মোকাম বাড়ি এলাকার বাসিন্দা ইয়াং স্টার যুক্তরাজ্য শাখার প্রচার সম্পাদক শাহ রুবেল মিয়ার সৌজন্য ও জগন্নাথপুর উপজেলা ইয়াং স্টার আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারের পৌর পয়েন্টস্থ অভিজাত রেস্টুরেন্ট মাহিমায় আয়োজিত দোয়া ও ইফতার পূর্ব আলোচনা সভায় মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সামাজিক সংগঠন ইয়াং স্টারের নেতৃবৃন্দ সহ আয়োজক যুক্তরাজ্য প্রবাসী শাহ রুবেল মিয়াকে অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভুইয়া। জগন্নাথপুর উপজেলা ইয়াং স্টারের আহবায়ক আকমল হোসেন ভুইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হেনা রনির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো: হাবিবুর রহমান পিপিএম, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল গফুর, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল হাই, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি রকিবুল হাসান রুমন, উদীচী শিল্পী গোষ্ঠির সিনিয়র সহ-সভাপতি জুয়েল রঞ্জন দাশ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ইয়াং স্টারের যুগ্ম সম্পাদক আব্দুল মুকিত।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইয়াং স্টারের মাহির আহমদ, জালাল হোসেন, এনামুল হক এনাম, রুহুল আমীন, সুবেল আহমদ, রনি রাজ, জুয়েল হোসেন, শাহ রুবেল সাউন্ড সিস্টেমের পরিচালক শাহ দিদার আলী, পৌর যুবলীগ নেতা লুৎফুর রহমান খেলু, জুবের আহমদ, দুদু মিয়া ভুইয়া, নুর আহমদ, নিজাম উদ্দিন, সেলিম আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক শানুর আলী, উপজেলা বাউল কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল পরান, বাউল গীতিকার আব্দুল কাইয়ুম, বাউল শিল্পী আজম আলী, জগন্নাথপুর করিম ব্যান্ড পরিচালক তপন সেন, মুজিবুর রহমান খোকন, এস এ নাঈম, বিজয় কৃঞ্চ, কামরুল হাসান ছোটন, তানভীর আহমদ, হৃদয় রহমান, মিটন দেব, জিল্লুর রহমান, বিশাল কৃঞ্চ রুদ্র, তাহের আল তামিম সহ বিভিন্ন সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সহ বিপুল সংখ্যক ধর্মপ্রান মুসল্লীগন উপস্থিত ছিলেন। পরে ইফতার পূর্ব বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়।