স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় আব্দুল আহাদ (৪০) নামের এক ব্যক্তি গুতর আহত হয়েছেন। আহত আব্দুল আহাদকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
জানাযায়, শাহারপাড়া নারায়নপুর গ্রামের মৃত তমজিদ উল্ল্যার ছেলে আব্দুল আহাদ ও মৃত আশিক উল্ল্যার ছেলে সালাউর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল বুধবার দুপুরে আব্দুল আহাদ স্থানীয় হাওর থেকে গরুর জন্য ঘাস নিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ সালাউর রহমান তার ভাই আবুল খয়ের ও মৃত ইদন মিয়ার ছেলে ফয়জুর রহমান সহ ৮/১০জন লোক আব্দুল আহাদের উপর হামলা চালিয়ে রামদা কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফলা ফলা জখম করেছে। এসময় তার আর্তচিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।