জগন্নাথপুর টুডে ডেস্ক:
এক সেকেন্ডের নেই ভরসা। ঠিক এমনটাই যেন হলো চাঁদপুরের মতলব উত্তর উপজেলার খাদ্য কর্মকর্তা দীলিপ চন্দ্র দেবনাথের (৫৭) বেলাতে।
উপজেলা নির্বাহী অফিসারের সাথে তার কক্ষে কথা বলে নিজ অফিসে এসে সহকারী জাহাঙ্গীর এর সাথে কথা বলা অবস্থায় আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে চেয়ারেই ঢলে পড়লেন এই উপজেলা খাদ্য কর্মকর্তা।
দ্রুত নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
তিন বছর পর যার চাকরি জীবন থেকে অবসরে যাবার কথা তার আগেই তিনি পরপারে যাবার মাধ্যমে সারাজীবনের জন্যে অবসরে গেলেন। উপজেলা খাদ্য কর্মকর্তার বাড়ি কুমিল্লা জেলার বড়ুরা উপজেলায়।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. ইসমাইল হোসেন জানান, রোগী হাসপাতালে আসার আগেই মারা গেছে। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান, খাদ্য কর্মকর্তার গ্রামের বাড়িতে খবর পাঠানো হয়েছে তার স্বজনরা এলে তাদের কাছে ওনাকে হস্তান্তর করা হবে। তবে তাির জেলা কর্মকর্তারা এসে পৌঁছেছেন। মতলব উত্তর উপজেলার কর্মস্থলে মারা যাবার এটাই প্রথম ঘটনা।
কর্মস্থলে খাদ্য কর্মকর্তার আকস্মিক মৃত্যুতে মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, উপজেলা অফিসার ক্লাব, উপজেলা তৃতীয় ও চতুর্থ শ্রেণী সরকারি কল্যাণ সমিতি’র পক্ষ থেকে শোক জানানো হয়েছে।
জ.টুডে-২৩ মে ২০১৮/বিডিএন