জগন্নাথপুর টুডে ডেস্ক::
বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করে দিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ও পরবর্তী রবিবার চারটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা ফিরবেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ৮৫০ সিটের বিমানে করে এসব যাত্রী আসবেন। প্রতিটি ফ্লাইটের টিকিটের দাম পড়বে ৬০০ পাউন্ড করে। ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তাদের দেশে ভ্রমণে আসাদের বাড়ি যেতে সাহায্য করতে কাজ করছে ব্রিটেন সরকার।
প্রতিবেদনে আরো বলা হয়, বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকেও যুক্তরাজ্যে ফিরে গেছে ব্রিটিশ নাগরিকরা। এদিকে ২০ থেকে ২৭ এপ্রিলের মাঝে ভারত থেকে যুক্তরাজ্যে ১৭টি ফ্লাইট যাবে।
পাকিস্তান থেকে ২১ থেকে ২৭ এপ্রিলের মাঝে ১০টি ফ্লাইট যাবে। করোনা ভাইরাস বৈশ্বিক মহামারী হওয়ার পর তিন থেকে ১০ লাখ ব্রিটিশ নাগরিক বিশ্বের নানা জায়গায় ঘুরছিলেন বলে জানায় ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।