স্টাফ রির্পোটার:
জগন্নাথপুর উপজেলার বাউধরণ পূর্বপাড়া বড়বাড়ির প্রবাসীদের উদ্যোগে এবং তাদের যৌথ অর্থায়নে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে ভয়াবহ দূর্যোগ কালীন সময়ে এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে বাউধরণ পূর্ব পাড়া গ্রামের কর্মহীন খেটে খাওয়া অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
যুক্তরাজ্য,যুক্তরাষ্ট্র, ইউরোপ,মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরণ পূর্ব পাড়া গ্রামের বড়বাড়ির বাসিন্দাদের যৌথ অর্থায়নে এবং জগন্নাথপুর বাজারের আধুনিক বিপনী বিতান ব্রান্ড শপের সত্ত্বাধিকারী
বাউধরণ পূর্ব পাড়া বড়বাড়ির বাসিন্দা সমাজসেবক ইয়াওর মাহমুদের তত্ত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে সামাজিক দূরত্ব বজায় রেখে এসময় বাউধরণ গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজি বশির মিয়া, সমাজসেবক ডা: হিরা মিয়া, সমাজসেবক এমএ সালাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মহামারী ভাইরাস থেকে বিশ^বাসীকে রক্ষাসহ বড়বাড়ির প্রবাসীদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করায় তাদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইমাম মাওলানা সোনা মিয়া ।
পরে চাল, ডাল ,পেয়াজ,আলু , চিনি , ময়দা, ভোজ্যতেল ,চোলা, সাবান সহ খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন বাউধরণ পূর্বপাড়া গ্রামের বড়বাড়ির বাসিন্দা ব্যবসায়ী সমাজসেবক ইয়াওর মাহমুদ।