স্টাফ রির্পোট:
উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলার মোবারক হাতে গড়া সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল- ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে ঈদ পূণর্মিলনী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮জুন) আঞ্জুমানে আল- ইসলাহ‘র উপজেলা কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমানে আল- ইসলাহ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলির সদস্য জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আঞ্জুমানে আল- ইসলাহ‘র কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য চিলাউড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী তাজুল ইসলাম আলফাজ, ক্বারী সোসাইটি জগন্নাথপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন জালালী।
বাংলাদেশ আঞ্জুমানে আল- ইসলাহ‘র জগন্নাথপুর উপজেলা সভাপতি উপজেলা সদর জামে মসজিদের ইমাম মাওলানা আজমল হোসাইন জামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নুর আহমদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আল- ইসলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন,
জগন্নাথপুর পৌর আল- ইসলাহ‘র সভাপতি মাওলানা নুরুল হক, সাধারণ সম্পাদক হাফিজ আনোয়ার হোসেন, মাওলানা জামিল আহমদ, লায়েক আহমদ, হাফিজ সাইদুল ইসলাম, মাওলানা আব্দুল হাই, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আজিজুর রহমান,
মাওলানা আখলাকুর রহমান, ক্বারী আব্দুল মুমিন, ক্বারী মাসুক আহমদ,মাওলানা আব্দুল মান্নান। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন,হাফিজ রফিকুল ইসলাম এবং দলীয় সংগীত পরিবেশন করেন মাওলানা হোসাইন আহমদ।
ঈদ পূনর্মিলনী অনুষ্টানে বাংলাদেশ আঞ্জুমানে আল- ইসলাহ‘র উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জ.টুডে/২৯জুন/তাহের