স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকাল ১১টায় শাল্লা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান এনডিসি ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল-মাহমুদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল-মুক্তাদির হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন, সিলেট বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান এনডিসি।
এসময় সুনামগঞ্জের মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল-মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল-মুক্তাদির হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বিকেল ৩টায় উপজেলার ছায়ার হাওরে ২০২০-২০২১ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্ত করেন সিলেট বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান এনডিসি। এসময় সুনামগঞ্জের মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল-মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল-মুক্তাদির হোসেন , জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ সহ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও শাল্লা উপজেলায় আমার বাড়ি ,আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের আওতায় ঘুঙ্গিয়ার গাঁও গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সাথে উঠান বৈঠক করেন সিলেট বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান এনডিসি। এসময় সুনামগঞ্জের মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল-মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল-মুক্তাদির হোসেন , পল্লী সঞ্চয় ব্যাংকের উপজেলা সমন্বয়কারী সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সিলেট বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান এনডিসি, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ,উপজেলা ভূমি অফিস , ঘুঙ্গিয়ারগাঁও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ।
তথ্য মিডিয়া সেল, সুনামগঞ্জ