স্টাফ রিপোর্টার::
কোভিট-১৯ সংকট : স্বাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন – শেখানো -কৌশল এবং শিক্ষাবিদদে ভূমিকা প্রতিপাদ্যে জগন্নাথপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসানের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,
জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মুখলেছুর রহমান, ইউআরসি ইনস্ট্রাক্টর হারুন-অর রশীদ চৌধুরী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক কান্তি দে, দৈনিক সুনামকন্ঠ প্রতিনিধি শাহজাহান প্রমূখ।
এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: লুৎফুর রহমান, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতি জগন্নাথপুর উপজেলা সভাপতি শাহজাহান সিরাজ, প্রধান শিক্ষক যীষু তোষ তালুকদার, প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ ক্ষত্রিয়, প্রধান শিক্ষক লিনা খানম, প্রধান শিক্ষক মনির হোসেন, প্রধান শিক্ষক জালাল উদ্দিন,
প্রধান শিক্ষক আলমগীর হোসেন, প্রধান শিক্ষক শংকর দেবনাথ, প্রধান শিক্ষক সালেহা পারভীন, প্রধান শিক্ষক মিন্টু চন্দ্র দাস, সহকারি শিক্ষক নুরুল হক, সহকারি শিক্ষক রুহুল আমীন, সহকারি শিক্ষক ফরিদুল ইসলাম, সহকারি শরিফুল মামুন, সহকারি শিক্ষক প্রনব দাস সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।