স্টাফ রিপোর্ট:
ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্ঠিটিউশন বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
রবিবার (৮জুলাই ) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্ঠিটিউশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অরুন কান্তি রায়।
ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্ঠিটিউশন জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি তপন চন্দ্র শীলের সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা নাজিম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্ঠিটিউশন সুনামগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক টিটু তালুকদার,
দক্ষিন সুনামগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সুনামগঞ্জের বৈজ্ঞানিক সহকারী বারি রাজিব রাজ বৈদ্য। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি কৃষি কর্মকর্তা দিলওয়ার হোসেন,
উপ-সহকারি কৃষি কর্মকর্তা রুহল আমীন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ফজলুল হক, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মফিজুর রহমান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিবেকানন্দ পুরকায়স্থ প্রমূখ।
মতবিনিময় সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করনসহ বাংলাদেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ন ভুমিকা রাখায় দেশের কৃষি উৎপাদনে সাফল্য অর্জিত হয়েছে।
জ.টুডে- ৯জুলাই১৮/বিডিএন