স্টাফ রিপোর্ট:
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো’র) জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী আজিজুল ইসলাম আযাদ ও উপ-সহকারী প্রকৌশলী মো: পরাগ হায়দারের সাথে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বিদ্যুৎ গ্রাহকদের প্রি পেইড মিটার স্থাপন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার (১১জুলাই) বিকেল ৩টায় সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান দেশের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা পালনে জনসাধারনের প্রতি আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সৈয়দ ছাবির মিয়া। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালীর সভাপতিত্বে প্রি-পেইড মিটার স্থাপন সংক্রান্ত বিষয়ে উদবোদ্ধ করনসহ প্রচারনা মূলক বিদ্যুৎ ব্যবহারে বিভিন্ন বিষয়ে গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো’র) জগন্নাথপুর উপজেলার আবাসিক প্রকৌশলী আজিজুল ইসলাম আযাদ, উপ-সহকারী প্রকৌশলী মো: পরাগ হায়দার।
এলাকার বিদ্যুৎ ব্যবস্থার বিভিন্ন বিষয়ে সমস্যা নিরসনে কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করে ইউনিয়নবাসীর পক্ষে বক্তব্য রাখেন সৈয়দপুর বাজার কমিটির সভাপতি সৈয়দ মদচ্ছির আলী, বিশিষ্ট মুরব্বী আব্দুল কাইয়ুম, সৈয়দ মাখন মিয়া, অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদ, সৈয়দ ছালেহ আহমদ দুলা, সাবেক ইউপি সদস্য সৈয়দ মুনসিফ আলী, মাওলানা ছইফ উদ্দিন, আকবর আলী, শাহ নেওয়াজ প্রমূখ।
মতবিনিময় সভায় জগন্নাথপুর উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশল অফিসের সাথে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বিদ্যুৎ গ্রাহকদের মধ্যকার মতানৈক্যের বিষয়টি উপস্থিত সূধীজনদের দীর্ঘ আলোচনায় আনন্দঘন পরিবেশে নিস্পত্তি হয় এবং ডিজিটাল প্রি- পেইড মিটার স্থাপনে গ্রাহকদের উৎসাহ প্রদান করা হয়।
জ.টুডে-১১ জুলাই ১৮/বিডিএন